বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন পর্দায় সাহসী ও প্রথাভাঙা অভিনয়ের জন্য বেশ পরিচিত। ব্যক্তিগত জীবনেও লড়াই করে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। বর্তমানে অভিনেত্রী মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কোনো কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপও দেন না।
এর আগে ২০১৪ সালে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেন অভিনেত্রী বাঁধন। সনেটের সঙ্গে প্রায় ১১ বছর আগেই বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী।
তবে এর মধ্যে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। চার বছর প্রেম করেন বাঁধন। গত বছরের শুরুর দিকে সেই প্রেমও ভেঙে যায়। তখন তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।
বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে জানালেন আজমেরী হক বাঁধন। তবে তার মেয়ের একটি ইচ্ছা ছিল— মায়ের জীবনে যেন আবার কেউ আসে। মা যেন সুন্দরভাবে জীবনযাপন করে। মেয়ের সেই চাওয়া এবার সত্যি হতে চলেছে।
তিনি প্রেমে পড়েছেন। প্রেমের সম্পর্কে আছেন। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবেন বলে জানান বাঁধন। অভিনেত্রী বলেন, আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, আমার মেয়ে এবং পরিবার— একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক— অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে এখন গভীর শান্তি অনুভব করছি বলে জানান অভিনেত্রী।
বাঁধন আরও বলেন, আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম নিজেও সুন্দর। সম্পর্কটা নতুন। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। তাই যত্ন করে এগোতে চাই। খুব শিগগির সবাইকে জানাব।
উল্লেখ্য, সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার’ সিনেমায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এর বাইরে আরও দুটি প্রকল্পের কাজ শেষ করছেন অভিনেত্রী।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন