সিলেটে সাড়ে ৪শ মানুষ আ ক্রা ন্ত এক ভাইরাসে : ২০ জন হাসপাতালে

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ দিনে ১৩৭ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩৭।
 


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।


চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ৬৬ জন, মৌলভীবাজারে ৮৪ জন এবং হবিগঞ্জে ২২৭ জন রোগী সনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগী গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।


বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২০ জন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন