কোম্পানীগঞ্জ প্রতিনিধি //
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন বাজারে ৮ বছরের শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২টায় এলাকাবাসীর উদ্যোগে শাহ আরেফিন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত রবিবার শাহ আরেফিন বাজারে ৮ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা করে জালিয়ারপাড় গ্রামের আব্দুল মুতলিব মিয়া (৬০)। স্থানীয়রা জানিয়েছেন বাজারের আউয়াল মিয়ার বিল্ডিং এর দোতলায় একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা মুতলিব মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন