দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনী তরুণ প্রজন্মের মেয়েদের বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন উপাসনা।
সামাজিক মাধ্যমে তার এ মন্তব্যে নেটিজেনদের একাংশের মত ছিল— তিনি তার পারিবারিক ‘আইভিএফ ক্লিনিক’-এর ব্যবসা বাড়াতেই এমন কথা বলেছেন। এর জবাবে তারকাপত্নী বলেন, তিনি নিজেও এ পদ্ধতির মধ্য দিয়ে গেছেন। তবে অন্য হাসপাতালে। তিনি কেবল এ প্রক্রিয়ার সুবিধা জানাতে চেয়েছিলেন।
সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সমালোচনার জবাবে কিছু প্রশ্ন ছুড়ে দেন রামচরণপত্নী। তিনি প্রশ্ন রেখে বলেন, সামাজিক চাপে নয়, কেবল ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কি একজন নারীর অপরাধ? সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি অপরাধ? নিজের সুবিধামতো সময়ে গর্ভধারণের সিদ্ধান্ত কি ভুল? শুধু বিয়ে-সন্তানের কথা না ভেবে নিজের ক্যারিয়ারে মন দেওয়া কি উচিত নয় নারীদের?
উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদে আইআইটির একটি সভায় যোগ দিয়েছিলেন উপাসনা কামিনেনী। সেখানেই তিনি মেয়েদের নিজেদের ‘ডিম্বাণু সংরক্ষণ’ করার একটি পরামর্শ দেন। উপাসনা বলেন, মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি। এ নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে, কোন সময় সন্তানের জন্ম দিতে হবে— এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবে না।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন