নিয়ম ভেঙে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে দুই সদস্য বরখাস্ত

gbn

হাউস অব লর্ডসের নিয়ম ভঙ্গের অভিযোগে দুই সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে যে তারা পার্লামেন্টের সুবিধা ও যোগাযোগ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন এবং কিছু ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল। সাবেক আর্মি প্রধান লর্ড রিচার্ড ড্যানাটকে চার মাস ও ব্যবসায়ী লর্ড ডেভিড ইভান্সকে পাঁচ মাসের জন্য স্থগিত করার সুপারিশ করা হয়েছে।

গার্ডিয়ান পত্রিকার আন্ডারকভার প্রতিবেদনের ভিত্তিতে হাউস অব লর্ডসের মানদণ্ড বিষয়ক কমিশন তাদের বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে। দুই পিয়ারের কেউই কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি। হাউস অব লর্ডস অনুমোদন দিলেই স্থগিতাদেশ কার্যকর হবে।

তদন্তে দেখা গেছে, লর্ড ড্যানাট তিনটি কোম্পানির বিষয়ে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যেগুলোতে তার আর্থিক স্বার্থ ছিল। তিনি আন্ডারকভার সাংবাদিকদের বলেন যে তিনি সরকারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং ‘সঠিক মন্ত্রীদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করতে পারেন’। 

কমিশনার জানান, কোনো ধরনের লবিং হয়নি এবং তিনি কোনো অর্থও পাননি। তবে তিনি বলেন, লর্ড ড্যানাট ‘পারিশ্রমিকের বিনিময়ে পার্লামেন্টারি সেবা দেওয়ার প্রস্তুতি দেখিয়েছেন’ এবং জনস্বার্থে কাজ করার নিয়ম মানেননি।

কমিশন আরও তিনটি ক্ষেত্রে তার নিয়ম ভঙ্গের বিষয়ও খুঁজে পায়। এসব ঘটনায় তিনি এমনভাবে যোগাযোগ করেছিলেন যা নিয়ম অনুযায়ী নিষিদ্ধ, কারণ লর্ডদের ব্যক্তিগত লাভের জন্য পার্লামেন্টের সদস্যপদ ব্যবহার নিষিদ্ধ।

লর্ড ড্যানাট এক বিবৃতিতে বলেন, তিনি তিনটি নিয়ম ভঙ্গের বিষয় মেনে নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত’ এবং জানান যে তিনি আপিল না করে শাস্তি মেনে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছেন। তিনি বলেন, ‘আমি সব প্রয়োজনীয় স্বার্থ ঘোষণা করেছি, কিন্তু তা যথেষ্ট হয়নি। অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না।’ তিনি আরও যোগ করেন, ‘প্রায় ৭৫ বছর বয়সেও শেখার আছে, আর আমার ৫৬ বছরের সরকারি সেবার প্রেক্ষাপটে বিষয়টি দেখা উচিত।’

অন্যদিকে লর্ড ইভান্সের বিরুদ্ধে চারটি নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আন্ডারকভার সাংবাদিকদের বলেন যে তিনি এমপিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। তিনি নিজের ছেলের মালিকানাধীন কোম্পানি অ্যাফিনিটির আয়োজন করা একাধিক ইভেন্ট পার্লামেন্টে স্পনসর করেন এবং অন্যান্য সদস্যকে অনুষ্ঠানগুলোতে কথা বলার অনুরোধ করেন। ইভেন্টের টিকিট প্রকৃত খরচের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়েছিল, যা নিয়মবিরোধী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন