রণবীর-দীপিকার মধ্যে কি ‘দ্বন্দ্ব’ বাধিয়ে দিলেন পরিচালক?

gbn

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার বেশি কাজ করবেন না। মা হওয়ার পর এ শর্ত রেখেছেন তিনি। এরপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। কটাক্ষও শুনতে হয়েছে অনেক। আবার তাকে সমর্থনও করেছেন অনেকে। এই বিতর্কে এবার ঘি ঢাললেন ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধর।

‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেতা রণবীর সিং। এমন ভয়ানক রূপে এর আগে তাকে কখনো দেখেননি দর্শকরা। তবে এর নেপথ্যে রয়েছে নাকি ১৬ থেকে ১৮ ঘণ্টার পরিশ্রম। সেই দাবি করেছেন এ সিনেমার পরিচালক আদিত্য ধর।

ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পরিচালক বলেন, অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই টানা দেড় বছর ধরে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা করে কাজ করেছেন। কিন্তু এরপরও কেউ একবারও এ নিয়ে কোনো অভিযোগ তোলেননি।

আদিত্য ধর যখন এ মন্তব্য করছিলেন, ঠিক তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকার স্বামী রণবীর সিং। তাই নতুন করে এ বিতর্ক ঘনীভূত হয়েছে। রণবীর ও সিনেমার সবার প্রশংসা করতেই এ মন্তব্য করেছিলেন পরিটালক।

কিন্তু সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি— দীপিকাকে খোঁচা দিতেই এ মন্তব্য করেছেন আদিত্য ধর।

 

 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এরপর থেকে কন্যা দুয়াকে সময় দেবেন বলে ঠিক করেছেন তিনি। তাই শর্ত রেখেছিলেন— আট ঘণ্টার বেশি কাজ করবেন না অভিনেত্রী। এই শর্তের কারণে দক্ষিণী সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছন তিনি। এমনকি ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়েল থেকেও নাকি একই কারণে বাদ পড়েছেন তিনি। এ মুহূর্তে দীপিকা ব্যস্ত রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘কিং’ নিয়ে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন