স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

gbn

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শুক্রবার (১৪ নভেম্বর) মামদানি বলেন, স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট শুরু করছেন।

কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। এসময় গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। ফলে কোম্পানির ওপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টারবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরো বড় হতে পারে।

তবে স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক। কারণ কোম্পানি তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে। তাদের যুক্তি অনুযায়ী, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন