ফেডারেল অফিস শাটডাউনের ৪০ দিন পার হওয়ায় তীব্র সংকটে পড়েছে আমেরিকার জনগণ। তার মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছেন স্বল্প আয়ের ও দরিদ্র মানুষরা। নভেম্বর মাস থেকে দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা কর্মসূচী স্নাপ বেনিফিটে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাবে এমন আশংকায় দেশজুড়ে দরিদ্র পরিবারে হাহাকার শুরু হয়। কিন্তু নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ অন্য স্টেটের এটর্নি জেনারেলদের সম্মিলিত মামলায় রোড আইল্যান্ডের ফেডারেল জজ ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন গত শুক্রবার থেকে পুনরায় স্নাপ বেনিফিটের অর্থ বরাদ্দ প্রদানের। বৃহস্পতিবার বিকেলে ফেডারেল জজ জন ম্যাককনেল এই নির্দেশনা জারি করেন রায়ে। সর্বশেষ খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের আপিল সত্ত্বেও বেনিফিট শুক্রবার থেকে পুরোদমে চলবে।খবর আইবিএননিউজ । এর আগে আদালতের নির্দেশনায় ট্রাম্প প্রশাসন স্নাপ বেনিফিট খাতে আংশিক অর্থ বরাদ্দ অর্থাৎ ৪.৬৫ বিলিয়ন ডলার কন্টিনজেন্সি ফান্ড থেকে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বৃহস্পতিবারের রায়ে পুরো অর্থ বরাদ্দের নির্দেশনা দিলে ট্রাম্প প্রশাসন বিপাকে পড়ে। ফলে শুক্রবার সকালে ট্রাম্প প্রশাসন আপিল কোর্টে জরুরী ভিত্তিতে অনুরোধ জানিয়ে বলে যাতে তারা বৃহস্পতিবারের জজ জন ম্যাককনেলের নির্দেশনা স্থগিত রাখে।
জজ ম্যাককনেল উক্ত আপিলের জবাবে বলেন, আরো একটি দিন স্নাপ গ্রহিতারা খাদ্য কেনার অর্থ পাবে না, এটা মেনে নেয়া যায় না। এই প্রশাসন আসলে লোয়ার কোর্টের অর্ডারকে প্রভাব খাটিয়ে বন্ধ করতে বলছে। তিনি আমেরিকার এ্যান্টি—হাংগার কর্মসূচীকে রাজনীতির ঘুটি হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন।
উল্লেখ্য আমেরিকার ৪ কোটি ২০ লক্ষ দরিদ্র মানুষ স্নাপ বেনিফিট পায়। দুই দলের জেদাজেদিতে বাজেট বরাদ্দ বিল পাশ না হওয়ায় ফেডারেল সরকারের অফিস ও কর্মসূচীতে অর্থ বরাদ্দ সম্পূর্ণ বন্ধ আছে। তবে আংশিক বরাদ্দ দেয়া হয়েছে কেবলমাত্র জরুরী কর্মসূচীতে।
ক্যালিফোর্নিয়া, মিশিগান, অরেগন ও উইসকনসিন স্টেট প্রশাসন নিজ উদ্যোগে তাদের নিজ নিজ স্টেটে স্নাপ বেনিফিট প্রোগ্রাম সম্পূর্ণ চালু রেখেছে। তারা এটা চালাবে যতদিন শাটডাউন উঠে না যায়। নিউইয়র্ক সেটট ফেডারেল বরাদ্দ অনুযায়ীই স্নাপ গ্রহীতাদের বেনিফিট প্রদান করবে। এর জন্য ২/১ দিন সময় লাগতে পারে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন