মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা প্রদান

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ২০২২, ২০২৩ ও ২০২৪ সনের গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমি সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। গুণীজন সম্মাননা যারা পেলেন, মোহাম্মদ আকবর (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), সেলিম চৌধুরী (কণ্ঠশিল্পী), আবদাল মাহবুব কোরেশী (নাট্যকলা), ওয়ালীউর রহমান (চারুকলা), দুর্গাপ্রসাদ দেশোয়ারা (যন্ত্রসংগীত), মোস্তফা সেলিম (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. দেলোয়ার হোসেন (নাট্যকলা), প্রসাদ দাস (যন্ত্রশিল্পী) , মো. তারেক ইকবাল চৌধুরী (কন্ঠসংগীত) সিরাজুল ইসলাম ভোলা (লোকসংস্কৃতি), মুজিবুর রহমান মুজিব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), ইন্দ্রজিৎ দেব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. আব্দুস সহীদ (লোক সংস্কৃতি), মো. তাজুল ইসলাম (নাট্যকলা) ও নাদিরা আক্তার (কণ্ঠশিল্পী)। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন