চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাইক্রোবাসের ধাক্কায় মোজাম্মেল হক (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। গত শুক্রবার (৪’জানুয়ারী) রাত সোয়া ৭টার দিকে নেজামপুর ইউনিয়নের বটকলা বাজার (বরেন্দ্রা-লক্ষীপুর মোড়) এলাকায় দূর্ঘটনার পর নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মোজাম্মেল হক ওই ইউনিয়নের মৃত.ফানুস মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বটতলা বাজার থেকে হেঁটে বাড়ি যাবার পথে নাচোল-আমনুরা সড়কে নাচোল সদরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে মোজাম্মেল হককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাদা রং এর মাইক্রোবাসটি সনাক্ত বা আটক করা যায়নি।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ‘অভিযোগ নাই মর্মে’ আবেদনের প্রেক্ষিতে রাতেই পরিবারের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।