বড়লেখায় কৃষকের চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

gbn

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় এক কৃষকের দুটি গরু চুরির ঘটনায় থানায় মামলার পর অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার ও জড়িত তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  শনিবার দুপুরে তাদেত আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

 

 

মামলা সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট উপেজলার দক্ষিণভাগ দক্ষিণ গ্রামের কৃষক ইয়াকুব আলীর  গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নেয় অজ্ঞাত চোরেরা। এ ঘটনায় ইয়াকুব আলী বাদি হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গরুগুলো উদ্ধার ও চোরদের ধরতে অভিযানে নামেন বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার ও এসআই দেবল চন্দ্র সরকার। অভিযানে প্রথমে দোহালিয়া গ্রামের মিলন আহমদকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে জুড়ি উপজেলার বেলাগাঁও গ্রামে অভিযান চালিয়ে শহিদ মিয়া ও হানিফ মিয়াকে গ্রেপ্তার এবং দুটি গরু উদ্ধার করা হয়।

বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শনিবার রাতে বলেন, ঘটনার সাথে জড়িত অন্য চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন