জিবি নিউজ প্রতিনিধি// বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চালু হলো নুরুননেছা গ্রামীন বহুমুখী প্রকল্প।
আজ শুক্রবার বাদ জুম্মা পশ্চিম মল্লিকপুরে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়। উদ্ভোদনের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা মনির হোসেন ও মৌ: জুনেদ আহমেদ।
উপস্থিত ছিলেন, স্থানীয় মুরব্বি মইন উদ্দীন, ব্যবসায়ী চুনু মিয়া, আঙ্গুর মিয়া, মামুনুর রশীদ,শেখ আব্দুল সোবাহান, রেজাউল হোসাইন, ইউপি সদস্য আবুল কালাম, সাংবাদিক ফরিদ উদ্দীন, ব্যবসায়ী শফিক মিয়া, মইনুল হোসেন পিংকু, সেলিম মিয়া,ছলিম মিয়া সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রকল্প পরিচালক আতিকুর রহমান মিঠু জানান, কর্মসংস্থান দেশের বড় সমস্যাগুলোর একটি। মানুষের কর্মক্ষেত্র তৈরি হলে সমাজ ও দেশ উন্নয়নে ভূমিকা রাখবে।
নুরুননেছা গ্রামীন বহুমুখী প্রকল্প মূলত কর্মসংস্থান লক্ষ্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা।
আজ এখানে সো’মিল, আধুনিক পরিবেশ বান্ধব ইট, কংক্রিট হলোব্লক, পার্কং টাইলস শুরু হয়েছে। শীঘ্রই এখানে সবধরনের তেল ভাঙানোসহ কৃষি সম্পর্কিত বিভাগগুলো হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন