সাতছড়ি জাতীয় উদ্যানে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের বনভোজন অনুষ্ঠিত

gbn

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের বনভোজন  এক মিলনমেলায় অনুষ্ঠিত হলো


আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদের প্রতিবেদন ও মনির হোসেনের ক্যামেরায় দেখুন:- 
মানবতার কল্যাণে আমরা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের বার্ষিক বনভোজন গত (২৩ আগষ্ট) ২০২৫ ইংরেজী শনিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ

 


শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে অংশ গ্রহন করেন।
এবারের বনভোজনে আনন্দ ভ্রমণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রাকৃতিক লীলাভূমিতে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয়৷ উক্ত বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল। এছাড়া ছিল র‌্যাফল ড্র ও কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই। পরে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ দিলু মিয়া তালুকদার সৌজন্যে র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়ার সৌজন্যে মহিলাদের চেয়ার খেলা ও হাঁড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এই বনভোজন যেন এক পুনর্মিলনী, পরিচিত-অপরিচিতের ভিড়ে গড়ে ওঠে নতুন এক বন্ধন,  তৈরি হয় গভীর সম্পর্ক। সকাল থেকে সন্ধ্যা অবধি চলা উৎসবটি হয়ে ওঠেছিল যেন এক মিলনমেলাশ।

 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া, সিনিয়র সহ সভাপতি গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান, সহ সভাপতি শামসুল আলম লস্কর, কাউসার আহমদ, রতিন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইসলাম অনিক, প্রচার সম্পাদক সাহেদ মিয়া, কার্যনির্বাহী সদস্য আয়েল আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল কাদির কাজল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মুরাদ আহমদ, সাবেক সহ সভাপতি আশাহীন আলী আশা, (জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত) নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি বুলবুল আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, শ্রমিক নেতা রোজু মিয়া, ডাক্তার নাজমূল হক চৌধুরী পলাশ, প্রবাসী জাবেদ মিয়া, প্রবাসী মোচ্ছা সাহেনা আক্তার, আমেরিকাস্থ সেনা কর্মকর্তার স্ত্রী লাকী বেগম, শিক্ষার্থী নাঈম আহমদ, জামিল আহমদ ও জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শাহ ফরিদুল ইসলাম শহ বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন