শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ||
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নয়ন কাজে ফিরেছে গতি। বেড়েছে রাজস্ব আয়। পরিশোধ করা হচ্ছে দেনা। আদায় করা হচ্ছে বকেয়া অর্থ। সোমবার সাংবাদিক ও সুধীজনের সাথে পৌর প্রশাসক পল্লব হোম দাসের এক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে। সভায় লিখিতভাবে পৌরসভার নানান কাজের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সভায় জানানো হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে এক কোটি বিশ লক্ষ টাকা ব্যয়ে ১০টি প্যাকেজের মাধ্যমে ৩২টি স্কিমে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ, পূণ: নির্মাণ, টয়লেট নির্মাণ, শেড তৈরি, বৈদ্যুতিক লাইনে ক্যাবল ক্রয়সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। ইউএনডিপির অর্থায়নে দাউদনগর বাজারে ২৬ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২৯ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার পানি বিশুদ্ধকরণ কাজ গত ২৮ এপ্রিল উদ্বোধন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার। টিআর কর্মসূচির আওতায় পৌরসভার ৩টি বাজার, বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, পৌরসভায় সড়ক বাতি, সিসি ক্যামেরা, রাস্তার উন্নয়নে প্রায় ১৯ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ১৪২২ বাংলা থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত গত নয় বছরে আয়কর, ভ্যাট, সেলামী বকেয়া রয়েছে প্রায় ৯৪ লক্ষ টাকা। এর মধ্যে ১২ লক্ষাধিক টাকা পরিশোধ করা হয়েছে। একই সময়ে হাটবাজার ইজারাদারদের নিকট প্রায় ২৩ লক্ষ টাকা বকেয়া পাওনা রয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে পৌরকর আদায় হয়েছে প্রায় ৯৬ লক্ষ টাকা। যা এর আগের বছরের তুলনায় ৩০ লাখ টাকা বেশি। ট্রেড লাইসেন্স ফি গত বছরের চেয়ে এবার প্রায় ৮ লাখ টাকা বেশি আদায় হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ছিল ২৭ লক্ষ টাকা। বর্তমান পৌর প্রশাসক প্রায় ২০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বকেয়া ছিল ৬০ লাখ টাকা, জ্বালানি তেলের বিল বকেয়া ছিল ২ লাখ ২৭ হাজার টাকা। যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। নিয়মিত হয়েছে বেতন ভাতা। এছাড়া হাটবাজার ইজারা, টেন্ডার, ভিজিএফ কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন জানান, পৌর কার্যালয়ের কাজে গতি ফেরাতে সাবেক জনপ্রতিনিধি হিসেবে পৌর প্রশাসনকে সহযোগিতা করছি। পৌরসভার প্রশাসক পল্লব হোম দাস বলেন, `পৌর নাগরিকদের যে সকল সেবা প্রয়োজন তা আমি নিশ্চিত করতে দায়িত্ব পালন করছি। সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ফরিদ আহমদ অলি, পৌরযুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ। সভায় লন্ডন ভিত্তিক অনলাইন পত্রিকা বাংলা মিররে পৌর প্রশাসক পল্লব হোম দাসকে জড়িয়ে মিথ্যা, ভূয়া, ভিত্তিহীন মনগড়া প্রতিবেদনের তীব্র নিন্দা জানানো হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন