হাকিকুল ইসলাম খোকন,
হাবিবুর রহমান হেলাল একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।তিনি হলেন হাবিবুর রহমান হেলাল।
হাবিবুর রহমান হেলালের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের ঘরে। শৈশব ও বেড়ে ওঠা চট্টগ্রামে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে পড়াশোনা করেন এবং পারিবারিক ব্যবসা হেলাল মোটরস-এ বাবাকে সহযোগিতা করেন। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমান।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ তাঁকে নব্বই দশক থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত করে তোলে। আজ প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ। বর্তমানে তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে ইউরোপিয়ান নিউজ এজেন্সি-র সাংবাদিক হিসেবেও কাজ করছেন।
সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট (ইবিজেএ)(European Bangla Journalists Association (EBJA)-এর সভাপতি, জার্মান-বাংলা প্রেসক্লাব,ইভি (German-Bangla Presseclub e.V-)এর সভাপতি এবং অতীতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (All European Bangla Press Club-)এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি Hyatt Regency Mainz-এ কর্মরত আছেন, যেখানে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
এই সম্মাননা হাবিবুর রহমান হেলালের দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি।তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন