জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

gbn

চলতি বছরের জিসিএসই পরীক্ষায় টাওয়ার হ্যামলেটস বারার শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও উন্নত ফলাফল অর্জন করেছে। ২১ অগাস্ট, বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার সেন্ট পলস ওয়ে সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: “জিসিএসই-তে অসামান্য ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক, স্কুল স্টাফ ও অভিভাবকসহ যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীরা ভবিষ্যতে যে পথই বেছে নিক না কেন, আমি তাদের অব্যাহত সফলতা কামনা করি।”

ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন: “আমাদের শিক্ষার্থীরা এ বছর সত্যিই উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কেউ ১০টি গ্রেড ৯, আবার কেউ ৬টি গ্রেড ৯ অর্জন করেছে - যা নিঃসন্দেহে তাদের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির ফল। পাশাপাশি কাউন্সিলের শিক্ষা খাতে অব্যাহত বিনিয়োগ—যেমন বিনামূল্যে স্কুল মিল, ইএমএ, বিশ্ববিদ্যালয় বৃত্তি ও বিনামূল্যে ইউনিফর্ম - শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সেন্ট পলসওয়ে সেকেন্ডারির প্রধান শিক্ষক ক্যাথ স্মিথ বলেন: “আমাদের স্কুলের এ বছরের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমি সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা করি। পাশাপাশি প্রাইমারি, সেকেন্ডারি এবং বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের জন্য কাউন্সিলের বিনিয়োগ সত্যিই প্রশংসনীয়।”

 

পরবর্তী পদক্ষেপ – শিক্ষার্থীদের সহায়তায় ‘ইয়াং ওয়ার্কপাথ’

পরীক্ষার ফলাফল যেমনই হোক না কেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিশেষায়িত সেবা ইয়াং ওয়ার্কপাথ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার বিষয়ে তথ্য, পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করছে।

ফলাফল প্রকাশের পর যারা এখনও তাদের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চিত, তারা সরাসরি উপস্থিত হয়ে, ফোনে বা ভিডিও কলে ইয়াং ওয়ার্কপাথের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। বিস্তারিত তথ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন