সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

gbn

শান্তিগঞ্জ প্রতিনিধি //

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাস বলেছেন 'সকলেই কবি নয়, কেউ কেউ কবি'।কিন্তু আমার কাছে সুনামগঞ্জের প্রতিটি মানুষকেই কবি মনে হয়।এখানকার ভৌগলিকগত অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যেককে কবি করে তুলেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম,সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সুনামগঞ্জ সরকারি কলজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।

 

 

কবি ও সাংবাদিক মহসিন কবিরের সভাপতিত্বে, গীতিকার ও সুরকার রাহমান তৈয়বের সঞ্চালনায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন,জেলা দায়রা ও জজ আদালত সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,সাপ্তাহিক সুনামগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক  অ্যাডভোকেট  ড. জিয়াউর রহিম শাহীন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি, লোক সংস্কৃতি সংগ্রাহক,বহুগ্রন্থপ্রণেতা আবু সালেহ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট  মোঃ দিলওয়ার হোসেন বাবর, দৈনিক হক বার্তার সম্পাদক, সুনামগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিরুল হক, শিক্ষক ও গ্রন্থ প্রণেতা মোছায়েল আহমদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, মাসিক সুরমার মোহনার সম্পাদক সরল কবি ফজলুল হক দোলন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদ করিম, বাংলা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কবি ও সংগঠক রেজাউল করিম কাপ্তান, বড়দল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কবি সৈয়দ আহমদ আশেকী, গীতিকার মাজহারুল ইসলাম, কবি এনিমা জাহান, কবি একরামুল হক সেলিম, বড় দল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) শান্ত রায়, বেহেলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসেন, কবি আলী হায়দার এবং কবি মাসুদ হাসান।

 

বক্তারা বলেন, ‘দেশকে নিয়ে কবি ও লেখকদের ভাবনা সম্পূর্ণ আলাদা।দেশের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে লেখকেরা সবচে বেশি ভুমিকা পালন করেন।দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে এবং সব অপশক্তির বিরুদ্ধে কলম ধরতে হবে।সবার আগে নিজদের মনের দুর্নীতি পরিষ্কার করতে হবে।তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর ও পরিপাটি বাংলাদেশ।’

এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দি নাহিদ, কবি মিনহাজুর রহমান, হাসান আহমদ, মারুফ হাসান নিরব, সাংবাদিক ফরিদ মিয়া, বুশরা জাহান মীম এবং মুস্তাকিম খান রুহান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন