সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
শুদ্ধ করে পবিত্র কুরআন শিক্ষার এক অনন্য মাধ্যম হচ্ছে দারুল ক্বিরাত। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে এই দারুল ক্বিরাত।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামুলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডেতে বৃটেনের ৬৩ টি কেন্দ্রে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃটেনের কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির মশক্ব প্রদান এবং আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ দোয়ার মাধ্যমে গত ৩১শে জুলাই বৃহস্পতিবার দারসের সূচনা করেন।
উদ্বোধনী দারসে শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন, ক্বারী মোজাম্মেল আলী, ক্বারী মোশতাকুর রহমান মাছুম, ক্বারী রাশেদ আহমদ ও উক্ত প্রতিষ্টানের সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আগামী ২৪ শে আগষ্ট রোববার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বক্তারা আসন্ন এই মহতি অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন