সিলেট যাত্রীবাহী বাস খাদে: নিখোঁজ ২, আহত ২৮

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।

 

 

 

শুক্রবার (১ আগস্ট) সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

 


জানা যায়, শুক্রবার (১ জুলাই) সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধারে পুলিশী উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

 

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সন্ধা আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ এড়াতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৮-১০ ফুটের পানিভর্তি একটি খাদে পড়ে যায়। এতে ২ জন নিখোঁজ রয়েছেন এবং ২৮ জনেরমতো আহত হয়েছেন। 

 

 


ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটির নাম্বার সিলেট মেট্রো: ব-১১-০০০৩, যার আসন সংখ্যা ৩৬টি। এরই মাঝে জলে নিমজ্জিত বাসটি টেনে ডাঙ্গায় তোলা হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে তলব করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন