পাইকগাছার জনপ্রিয় যাত্রা শিল্পী মলয় ব্যানার্জীর পরলোক গমন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার জনপ্রিয় যাত্রা শিল্পী মলয় ব্যানার্জী (৬৬) পরলোক গমন করেছেন। তিনি রোববার রাত সাড়ে ১১টার দিকে মঠবাটীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে তার দাহ সম্পন্ন করা হয়। উলেখ্য, মলয় একজন নামকরা জনপ্রিয় যাত্রা শিল্পী ছিলেন। তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। তার স্ত্রী চন্দ্রা ব্যানার্জীও একজন নামকরা যাত্রা শিল্পী। চন্দ্রা ব্যানার্জী জাতীয় পুরস্কার অর্জন করেন।