মৌলভীবাজারের কুলাউড়ায় ৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার নয়াবাজার কেসি উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে প্রবাসী পরিষদ হাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

প্রবাসী পরিষদের হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি গাজী ফয়সাল আহমদের সভাপতিত্বে এবং তুয়েল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খুরশিদ উল্লাহ্‌।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে তোমাদের প্রকৃত মানুষ হতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন করলেই প্রকৃত শিক্ষা সম্পন্ন হয় না। প্রকৃত শিক্ষা মানুষকে সৎ, নিষ্ঠাবান এবং সমাজের পাশে দাঁড়াতে শেখায়।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়গুলো থেকে শিক্ষা নিয়ে অনেকে আজ দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, দেশের জন্য সৎভাবে অবদান রাখছেন।
বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার কেসি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, পতনউষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুল মোতালিব, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন সেজু এবং সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

 

অনুষ্ঠানে নয়াবাজার কেসি উচ্চবিদ্যালয় ও কলেজ, কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয় এবং হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন