পুলিশ বাদী মামলার আসামী হওয়ায় খবরে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হৃদরোগে আক্রান্ত! হাসপাতালে ভর্তি

gbn

 নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম, এ আহমদ আজাদ শুক্রবার (১১ জুলাই) সকালে হৃদরোগে আক্রন্ত হয়ে সিলেট একটি বেসরকারী হসপাতালে ভর্তি হয়েছেন। সকালে তার বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে সাথে সাথে তাকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
জানাযায়, গত ৭ জুলাই নবীগঞ্জ শহরের স্বরণকালের ভয়াবহ সংঘর্ষ হলে এতে একজন নিহত ও শতাধিক লোক আহত হন। গতকাল  ৯ জুলাই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় তাকে ৭ নম্বর আসামি করা হয়। এ খবর পেয়ে তিনি বিচলিত হয়ে পড়েন। নানান চিন্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে ডাক্তারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে ডাক্তার তাকে পর্যবেক্ষনে রেখেছেন ও বলেছেন তিনি আশংকামুক্ত। সাংবাদিক আজাদ দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। দেশের স্বনাম ধন্য প্রতিটি জাতীয় মিডিয়া কাজ করেছেন। সাংবাদিকতায় একাধিকবার পুরস্কৃত হয়েছেন। বর্তমানে তিনি দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া দৈনিক সমকাল, আঞ্চলিক দৈনিক সবুজ সিলেট, স্থানীয় দৈনিক খোয়াই, হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রতিনিধি ও জাতীয় অনলাইন বিডি ২৪লাইভ ডটকমে সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছেন। তিনি শুক্রবার যোগাযোগ মাধ্যমে ফেইসবুক বার্তায় তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন