ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরবর্তী সময়ে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা ইউরোপ এরই মধ্যে চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বৃহস্পতিবার (১০ জুলাই) যুক্তরাজ্য সফরকালে ম্যাক্রোঁ বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর করার জন্য আমাদের কাছে ‘পুরোপুরিভাবে প্রস্তুত’ একটি পরিকল্পনা রয়েছে। তার পাশে দাঁড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানান, এই প্রস্তাবসমূহ এখন পরিপক্ব পর্যায়ে পৌঁছেছে এবং আমরা এটিকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে রূপ দিতে প্রস্তুত।
দুই নেতাই স্পষ্ট করে জানান, ইউক্রেনে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও তারা এই বাহিনীর কাঠামো, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বা সম্ভাব্য ম্যান্ডেট নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে এটি স্পষ্ট যে যুদ্ধ বন্ধের সম্ভাব্য মুহূর্তেই ইউরোপ সক্রিয়ভাবে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত।
এই ঘোষণাকে যুদ্ধকালীন ইউক্রেনের ভবিষ্যত নিরাপত্তা ও ইউরোপীয় কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা জোটের এ ধরনের পরিকল্পনা রাশিয়ার প্রতিক্রিয়ার দিকেও দৃষ্টি রাখতে বাধ্য করছে কূটনৈতিক মহলকে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন