জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়াও সিলেট শহরে সেনাবাহিনীর সহায়তায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি উদ্ধার করা হয়। সবমিলিয়ে অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন