শাবিতে দুই দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব শুরু

gbn

শাবি প্রতিনিধি //

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন 'সাস্ট সায়েন্স অ্যারেনা' এ উৎসবের আয়োজন করেছে।


শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
 

দুই দিনব্যাপী এই উৎসবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন।
 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। এখানে শিক্ষার্থীদের শুধু অংশগ্রহণ নয়, একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের সাথে নিজেদের ভাবনা শেয়ার করে আইডিয়া ডেভেলাপ করে এবং একে অপরের কাছ থেকে জ্ঞান ও তথ্য আহরণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রায় অংশ নেবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন