জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে রাজনৈতিক মামলায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ অর্ধ শতাধিক নেতাকর্মী খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেট জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।
মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।
এডভোকেট সাঈদ আহমদ জানান, ২০১৪ সালে সিলেট এয়ারপোর্ট থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৭০ জনকে আসামী করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ওই মামলার রায় ছিল। মামলার রায়ে সবাই বেকসুর খালাস পেয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন