লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের হোমলেসনেস এবং হাউজিং অপশন্স—এ নতুন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত ডিরেক্টর জেনিফার ওয়াইন্টার লোকাল গভর্নমেন্ট তথা স্থানীয় সরকারে কাজ করার ৩৭ বছরের অভিজ্ঞতা নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস এবং হাউজিং অপশনস্ এ যোগ দিচ্ছেন। তিনি আগামী জুলাই মাসে কাজ শুরু করবেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস এবং হাউজিং অপশন্সের নতুন ডাইরেক্টর ওয়াইন্টার বলেছেন, “বারার বিভিন্ন কমিউনিটি ও সংস্কৃতির মানুষের সাথে কাজ শুরু করতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। বারার কেউ যাতে আমাদের উন্নত সেবা থেকে বঞ্চিত না হয় আমি সেটা নিশ্চিত করতে চাই।”
তিনি বলেন, “যারা হোমলেস বা গৃহহীন হবার ঝুঁকির মধ্যে থাকেন তারা নানামুখি সমস্যা মোকাবেলা করেন, সে গুলোকে শনাক্ত করে কী ধরনের সমর্থন প্রয়োজন তা আগে নিশ্চিত করতে হবে। তারপর সবগুলো সার্ভিস বা পরিষেবা একত্রিত করে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে যার যে ধরনের সহযোগিতা বা সেবা প্রয়োজন তা প্রদান করতে হবে।
“যারা বিভিন্ন ধরনের কঠিন সমস্যার মধ্যে থাকেন, স্বাভাবিকভাবেই মাঝে মাঝে তারা কাউন্সিলকে অবিশ্বাস করতে পারেন, কিন্তু তাদের কথা শোনা অত্যন্ত জরুরি এবং নিশ্চিত করতে হবে যে তাদের কথা শোনা হচ্ছে। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে, পর্যাপ্ত জনবল এবং সমর্থন নিয়ে স্টাফরা তাদের সহযোগিতা এবং অত্যাধুনিক সেবা প্রদান করছে, যে সেবা প্রদানে টাওয়ার হ্যামলেটস প্রতিশ্রম্নতিবদ্ধ।”
ডিরেক্টর ওয়াইন্টার আরও বলেন, “পুরো লন্ডন কাউন্সিলগুলো হোমলেসনেস বা গৃহহীনদের ক্ষেত্রে একই সমস্যা মোকাবিলা করে যাচ্ছে। তবে টাওয়ার হ্যামলেটসে কিছু চমকপ্রদ বিষয় আছে যেমন, অব্যবহৃত কাউন্সিল প্রোপার্টিগুলোকে পূর্নব্যবহার করে অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবার গুলোকে তাদের সহায়তা নেটওয়ার্কের কাছাকাছি রাখা যাবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যোগদান করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং কাজ শুরু করতে অধির আগ্রহে অপেক্ষায় আছি।”
মিস ওয়াইটনি হ্যাকনি কাউন্সিলে বেনিফিট এবং হোমলেস প্রিভেনশনের এসিসটেন্ট ডিরেক্টরের পদ ছেড়ে টাওয়ার হ্যামলেটসে যোগ দিচ্ছেন। এর ফলে টাওয়ার হ্যামলেটসের পাশ্ববর্তী বারার সঙ্গে তাঁর ২০ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি হচ্ছে।
জেনিফার ওয়াইন্টার ১৯৮৮ সালে হেলথ এন্ড সোশ্যাল সিকিউরিটি বিভাগে কেইস ওয়ার্কার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৭ বছর ইজলিংটন কাউন্সিলের বেনিফিট সার্ভিসে কাজ করেছেন। এরপর ল্যামবেথ কাউন্সিল এবং তারপর হ্যাকনি কাউন্সিলে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি কেন্দ্রীয় সরকারের ওয়ার্ক এন্ড পেনশন ডিপার্টমেন্টে স্থানীয় সরকার বা লোকাল অথরিটি বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হন। তারপর হ্যাকনিতে ফিরে এসে বেনিফিট এবং হোমলেস প্রিভেনশনকে একীভূত করে সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি হ্যাকনিতে ৯শ নতুন অস্থায়ী আবাসন অধিগ্রহণে নেতৃত্ব দেন। এর ফলে কাউন্সিলের ব্যয় কমে এবং হোমলেস পরিবারগুলোর জীবনমান উন্নত হয়।
নতুন ডিরেক্টরের নিয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হাউজিং এবং রিজেনারেনশনের কর্পোরেট ডিরেক্টর ডেভিড জইস বলেছেন, “জেনিফারের মত ব্যতিক্রম গুণাবলী এবং কর্মক্ষেত্রে চমৎকার ট্র্যাক রেকর্ডধারী একজনকে আমরা নিয়োগ করেছি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ হাউজিং সার্ভিস এবং টাওয়ার হ্যামলেটসের অবস্থান এই এলাকায় শীর্ষে নিতে জেনিফারের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হোমলেসনেস বা গৃহহীনতা প্রতিরোধে, গৃহহীন পরিবার গুলোকে উন্নত সেবা দিতে, বারায় রাফ স্লীপারের (ফুটপাতে রাত্রিযাপনকারী) সংখ্যা কমাতে এবং হাউজিংয়ের জন্য তালিকাভুক্তির আবেদন প্রক্রিয়া এবং হোমলেসনেস পর্যবেক্ষণে উন্নতি সাধনে আমরা নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছি।
“কর্মক্ষেত্রে আমাদের স্টাফদের সমর্থন এবং বারার বাসিন্দাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সঠিক সহযোগিতা প্রদানে মিস জেনিফার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাকে টাওয়ার হ্যামলেটসে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।”

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন