চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের পোলাডাঙ্গা মহল্লায় শুক্রবার (১৬’অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম বাবু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশের আজাইপুর দক্ষিনপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে। সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, ইয়াবা বিক্রির খবরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পোলাডাঙ্গা মহল্লায় অভিযান চালানো হয়। এসময় ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন বাবু। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিণ বলেও জানান পরিদর্শক ইদ্রিস। ###