মৌলভীবাজারে আত্মপ্রকাশ করলো স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট গ্রুপ

gbn

স্টাফ রিপোর্টার ||

‘দক্ষ নেতৃত্ব, উন্নত স্কাউটিং’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তরুণদের দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য, নেতৃত্বের দক্ষতা বিকাশ  ও মানবসেবায় উদ্ধুদ্ধ  করতে একঝাঁক মেধাবীদের নিয়ে আত্মপ্রকাশ করলো স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট গ্রুপ।

মঙ্গলবার ১৮ মার্চ বিকেলে সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্কাউটের সম্পাদক মো. ফয়জুর রহমান। 

স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট গ্রুপের আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা স্কাউটের কমিশনার মো. খায়রুল আমীন, সম্পাদক আশরাফুল আলম শিপন, যুগ্ম সম্পাদক মো. মোর্শেদ আহমদ মুন্না, দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মো. মনির মিয়া, পাঠাও কুরিয়ার এসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইব্রাহিম মিয়া, ইনচার্জ আব্দুর রহিম সাহেদ, ইনচার্জ রিন্টু দেব। 

এ সময় বক্তারা বলেন-স্কাউটিং একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে শিশু-কিশোর ও কিশোরীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার প্রয়াস দেয়।  সারাদেশ ও বিশ্ব ব্যাপী স্কাউট আন্দোলন বিদ্যমান। স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে আত্মপ্রকাশ করেছে স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট গ্রুপ। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ স্কাউটরা।

অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে আব্দুল কাদিরকে সভাপতি ও  মো. শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মহসিন খাঁন, সহ-সভাপতি ইকরাম হোসেন, সহ-সভাপতি মো জসিম, সহ-সভাপতি এস. আর শাওন, কোষাধ্যক্ষ মো. সাহান, যুগ্ম-সম্পাদক ইয়াছির আরাফাত রাজু, ইউনিট লিডার আতিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মনবীর দাস রনি, রাফা চৌধুরী, মেহজাবিন তালুকদার, সানজিনা মীরা মাহিমা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন