জিবিনিউজ 24 ডেস্ক //
করোনার ২য় ঢেউ মোকাবিলায় মৌলভীবাজার জেলা পুলিশ ভিন্নধর্মী উদ্যোগ মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারী করেছে।
শহরে এক ঘন্টার শুমারীতে দেখা গেছে প্রায় ৯৫ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন।
বুধবার সকালে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে পুলিশ সুপারের নির্দেশে মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারী শুরু হয়। মাস্ক পদযাত্রায় জেলা পুলিশের সদস্যরা অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) পরিমল দেব, ওসি (অপারেশন) আক্তারুজ্জামান।
মাস্ক পদযাত্রাটি কুসুমবাগ এলাকা থেকে শুরু করে সদর পুলিশ ফাঁড়িতে গিয়ে শেষ হয়। সেই সাথে পুলিশের একটি টিম মাস্ক শুমারির কাজ করেছে।
জেলা পুলিশ জানায়, শহরে মাস্ক শুমারীতে দেখা য়ায় শতকরা ৯৫ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন। এই কার্যক্রমের মাধ্যমে পুরো জেলায় মাস্ক পরছে বা পরছে না এমন লোকজনের হার গননার উদ্যোগ নেয়া হয়েছে। যারা এখনো মাস্ক ব্যবহার করছেন না তারা যেন মাস্ক ব্যবহার করতে বাধ্য হয় সেই লক্ষে এই উদ্যোগ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন