সরল পাখি

gbn

মুহম্মদ আজিজুল হকচীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত |

-------------------------

একটি পাখি কেন যে ডাকতো সারারাত
দোতলার কার্নিশে বসে!
অবিরাম অবিশ্রান্তভাবে ডাকতো সে।
আমার তখন ছেলেবেলা। 
মা বোলতেন, ওটা সরল পাখি
রাতভর স্রষ্টাকে ডাকে ও। 
আমি ভাবতাম, স্রষ্টাকে ও কেন ডাকে!
তাঁকে ও দেখতে পায় নাকি?
ঐ বিরামহীন ডাকাডাকি, গলা ভাঙ্গে না ওর? 
তবু পাখি ডেকেই চলতো মাতালের মতো ক্লান্তিহীন।

কেউকে ভালোবেসে ডেকে 
হয়তো ক্লান্ত হয় না কখনো কেউ;
যত ডাকে তত জাগে সাধ আরো ডাকার।
যেমনি কোরে মজনু ডাকতো লায়লীরে তার;
যেমনি কোরে রাধা ডাকতো কেষ্টরে।
হয়তো ঐ পাখিটির মতো সরবে নয়,
ডাকতো মনে মনে অবিরত।
সেই সরল পাখি আজ বেদনা হয়ে মনে আসে;
তার ডাক আজো যেন কানে ভাসে।

হায় রে পাখি, অমন কোরে কেউকেই
কেউ ভালোবেসে ডাকে না আর।
না মানুষকে, না স্রষ্টাকে তার।
আজ কোনো প্রেম নেই এ পৃ্থিবীতে
নেই কোনো ভালোবাসা।
আছে শুধু যৌনতা; আছে অশ্লীলতা।

আজকাল আর সরল পাখি ডাকে না।
আজকাল আর সরল পাখি কোথাও ডাকে না!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন