তামিলদের ফের ব্যবহারের চেষ্টা করছেন রাজাপাকসে

জিবি নিউজ24 ডেস্ক //
তামিল গেরিলাদের দমন করেছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সংখ্যালঘু তামিলদের ওপর হত্যা, গুম, কারা-নির্যাতন চালানো সেই রাজাপাকসে ফের তামিলদেরকেই রাজনীতির ‘দাবার ঘুঁটি’ বানানোর ফন্দি আঁটছেন। এমনকি আজ ক্ষমতার স্বার্থে সেসব তামিল বিদ্রোহীকে মুক্তি দিতেও তিনি রাজি। বিনিময়ে পার্লামেন্টে তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) এমপিদের সমর্থন চান ‘নতুন প্রধানমন্ত্রী’ রাজাপাকসে। যেন আসন্ন আনাস্থা ভোটে তার আস্থার পাল্লা ভারী হয়।
জেলবন্দি তামিলদের মুক্তির দীর্ঘদিনের দাবি শিগগিরই পূরণ হতে যাচ্ছে বলে শনিবার টুইটারে জানিয়েছেন রাজাপাকসের পুত্র নামাল রাজাপাকসে। ‘গদি দখলের’ এ কূটমন্ত্রে মন গলছে না উত্তর-পূর্বের ‘পোড় খাওয়া’ তামিলদের। রাজাপাকসেতে তাদের বিশ্বাস নেই।
পাকসে বংশধরের টুইটের ঠিক পরদিনই নিজেদের কঠোর অবস্থান আরও পাকাপোক্ত করল তামিলরা। পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জোরালো ঘোষণা দিলেন সংখ্যালঘু তামিল এমপিরা।