Bangla Newspaper

ইয়েমেনে যুদ্ধবিরতির আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

62

জিবি নিউজ24 ডেস্ক //

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকরে সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে এই বিবাদ দেখছে। সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে এটি আমাদের করতে হবে বলে ওয়াশিংটনে পিচ ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে বলেছেন ম্যাটিস।

গত মঙ্গলবার আলাদা বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ইয়েমেনের গৃহযুদ্ধ বন্ধে জাতিসংঘ পরিচালিত আলোচনা নভেম্বর থেকেই শুরু হওয়া উচিৎ।

তিনি আরও বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অবশ্যই বন্ধ হতে হবে। পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটকেও ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোতে বিমান হামলা বন্ধ করতে হবে।

Comments
Loading...