‘চারদিকে অশান্তি’, ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ওমর সানী

gbn

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে বর্তমানে অভিনয়ে ততটা দেখা যায় না। তিনি ব্যস্ত রয়েছেন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে। তা ছাড়া দেশের পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করেন নানা সময়। রাজধানীর বিভিন্ন স্থানে চাপওয়ালা নামের রেস্টুরেন্ট খুলেছেন তিনি।

তবে দেশের সাম্প্রতিক অবস্থা খুব একটা ভালো না। চারদিকে অস্থিতিশীল পরিবেশ। ব্যবসায়ীদের জন্যও কঠিন হয়ে যাচ্ছে সময়টা। এবার নিজের ব্যবসা প্রসঙ্গে তেমনই আক্ষেপের সুর শোনা গেল ওমর সানির কণ্ঠে।

অভিনেতার মতে, দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি।

 

বুধবার (২৭ নভেম্বর) এক ভিডিওবার্তা নিয়ে হাজির হন ওমর সানী। যেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা নিয়ে কথা বলেন তিনি। জানান, সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে তার ব্যবসার ভয়াবহ অবস্থা পার করছে।

অভিনেতা বলেন, ‘প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-সেনাবাহিনী সব কিছু মিলে বাজে অবস্থা।

ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা।’

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন ওমর সানী। যেসব কারণে অনেকেই তার সমালোচনা করছেন। বিষয়টি তুলে ধরে সানী বলেন, ‘অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না। এটা ঠিক নয়। যে যেখানে থাকুক না কেন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি।’

এদিকে, এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথায়ও। ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন