মৌলভীবাজার রেডিও পল্লীকন্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান "রঙ্গিন ক‍্যাম্পাস" অনুষ্ঠিত

gbn

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
রেডিও পল্লীকন্ঠ মৌলভীবাজার এর আয়োজনে আজ সোমবার ২৫শে নভেম্বর বাহারমর্দন জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ‍্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান "রঙ্গীন ক‍্যাম্পাস" অনুষ্ঠিত হয়েছে। পিংকি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ রুপিয়ান, সহকারী শিক্ষিকা মুহিতা বেগম, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম‍্যানেজার মোহাম্মদ মেহদি হাসান সহ অন‍্যান‍্যরা।
উক্ত অনুষ্ঠানে বিদ‍্যালয়ের ছাত্রীরা গান, নাচ, কবিতা, কৌতুক,  নাটক পরিবেশন করে।  পাশাপাশি উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের নিয়ে মুক্তিযোদ্ধ ও বাংলাদেশ, বাল‍্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস  বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আবু সাইদ রুপিয়ান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন "রঙ্গীন ক‍্যাম্পাস" খুবই ভালো হয়েছে। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি খুব মনোমুগ্ধকর ও প্রাণবন্ত হয়েছে এবং আগামীতে ও এরকম অনুষ্ঠান চলমান থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন