মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদসহ ৪৭ জনের নামে মামলা

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ সহ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে দুটি মামলা হয়েছে মৌলভীবাজার আদালতে। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহদাত হোসেন মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ দুটি মামলা করেন। আদালত মামলা দুটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দুটি মামলাতেই সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহীদ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের বর্তমান ও সাবেক ৪৭ নেতা-কর্মীর নাম রয়েছে। এ ছাড়া আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে কর্মসূচি চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও বাড়িঘর ভাঙচুর করে। এ সময় তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন