কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকদহ ৪ কারবারি গ্রেপ্তার

gbn

কুলাউড়া প্রতিনিধি ,,

মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার কৌলা ও ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

 

 


পরে সোমবার সকালে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজু মিয়া, আনোয়ার, রায়না বেগম ও আলাউদ্দীন।

 

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কুলাউড়া ক্যাম্পের মেজর রিয়াদ, ক্যাপ্টেন আদনান। অভিযানকালে থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- কৌলা ও ব্রাহ্মণবাজারে মাদকের ব্যবসা ও সেবন চলছে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৭২ পিস ইয়াবা ও ৩১ হাজার ৬৫০ টাকাসহ ১৪টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।

 

 

ওসি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন