কমলগঞ্জ প্রতিনিধি ,,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাপ্তাহিক মজুরি প্রদান না করায় মদনমোহনপুর চা বাগানে চা শ্রমিকরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন। পরে শ্রমিক নেতাদের অনুরোধে কাজে ফিরে যায় শ্রমিকরা।
জানা যায়, সাপ্তাহিক মজুরি প্রদান করার দিনে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারেনি। দু'সপ্তাহ ধরে সাপ্তাহিক মজুরি দিতে পারছে না চা বাগান কর্তৃপক্ষ। ফলে চা বাগানের শ্রমিকরা বাগানের কাজ বন্ধ রেখে বাগানের ম্যানেজার অফিসের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন।
এসময় চা শ্রমিক রাম সেবক দাস, সীতারাম কৈরি, নারী শ্রমিক আদরী বাক্তি, শীলা দুষাদ, কুনতলা কুর্মী বলেন, আমরা তলব, রেশন পাই না। দু'সপ্তাহ ধরে মজুরি বন্ধ। কাজ করে যদি মজুরি না পাই তাহলে বাচ্চাদের উপোস রাখতে হচ্ছে। সাপ্তাহের তলব (মজুরি) সপ্তাহে দিতে হবে। না দিলে আমরা না খেয়ে থাকতে হবে।
চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ঊমা শংকর গোয়ালা ও সম্পাদক অযোদ্ধা প্রসাদ কৈরী বলেন, দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। সারা সপ্তাহ যদি কাজ করে শ্রমিকরা অপোস দিন কাটাতে হচ্ছে। চা শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরির উপর নির্ভরশীল। সাপ্তাহিক মজুরির টাকা দিয়েই তারা সপ্তাহের বাজার করেন। দু'সপ্তাহ অতিবাহিত হলেও শ্রমিকদের মজুরি দেয়া হয়নি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী বলেন, যদি দ্রæত সময়ের মধ্যে মজুরি না দেওয়া হয় তাহলে শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবেন।
মদনমোহন চা বাগানের ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বলেন, বর্তমানে চা বাগান গুলি চলছে কৃষি ব্যাংকের ঋণের উপর। কৃষিব্যাংক ঋণ সেনশন না করার কারণে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দেয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি। আশা করছি দ্রুতই শ্রমিকরা তাদের মজুরী পাবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন