জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে গেল ২৪ ঘন্টায় আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে কেউ সনাক্ত না হওয়ায় সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের মতো ৩৭ জনই আছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, গেল ২৪ ঘন্টা ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত আক্রান্ত সনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। এই চারজনের সবাই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি বাকিরা বাসা-বাড়িতে ফিরে গেছেন।
স্বাস্থ্য অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সিলেটে দুইজন মারা গেছেন। দুইজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বয়স্ক ও বিভিন্ন রোগে ভূগছিলেন।
এদিকে, সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৩৭ জনের মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে, হবিগঞ্জে ১৪ জন ও সুনামগঞ্জে ৩ জনের। বর্তমানে ৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন