সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে কৃষক বিল্লাল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে কাইয়াগাও গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, নিহত বিল্লাল মিয়া ও তার ছেলে গত শনিবার মঙ্গলকাটায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ব বিরোধীদের জের ধরে আসামী রুবেল মিয়া,নূর আলম, বিরাজ মিয়া ও আলমগীরের সাথে কাইয়াগাও গ্রামের ভেতরে কথা কাটাকাটি হলে উপস্থিত এলাকার মানুষ মিমাংসা করে দেন। ওই দিন রাতে নিহত বিল্লাল মিয়ার ছেলে হেলাল মিয়া বাজারে যাওয়ার পথে তাকে পথে আটকিয়ে মারধর শুরু করে। খবর পেয়ে বিল্লাল মিয়া বাজারে ছুটে গেলে মারামারির এক পর্যায়ে আসামী রুবেল মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে বিল্লাল মিয়াকে।এসময় ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল মিয়া। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল মিয়াকে মৃত ঘোষনা করে। এসময় নিহত বিল্লাল মিয়ার ছেলে ও ভাতিজা সহ চার জন গুরুতর আহত হয়েছেন। যারা এই নৃশংস হত্যাকান্ড করেছে তাদের উপযুক্ত বিচারের দাবি জানান এলাকাবাসী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন কাইয়াগাও গ্রামের সমাজ সেবক ইসমাইল হোসেন, বায়েজিদ বোস্তামি, মনির হোসেন, মানিক মেম্বার, সিদ্দিক মিয়া আজগর আলী, জলিল মিয়া প্রমুখ।
এই ঘটনায় নিহতের বড় ভাই জলিল মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান,এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন