জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের আকাশা এখন মেঘ থমথমে। যখন তখন দমকা হাওয়া থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।
এদিকে সিলেটসহ দেশের ৯টি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিম্নরূপ পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস, বজ্রপাতে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান, দরজা ও জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরের যাত্রা এড়িয়ে চলা,খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় না নেয়া, কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান না দেয়া, ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা, জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসা, বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ থাকা, শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন