হবিগঞ্জের সময় পত্রিকায় অশ্লীল শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ! প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ

gbn

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হন নবীগঞ্জের সংবাদকর্মী বাদল আহমেদ ও তার সহকর্মীরা। এ ঘটনাকে পুজি করে
 পরবর্তীতে হবিগঞ্জের সময় পত্রিকায় প্রকাশিত মানহানিকর মিথ্যা সংবাদে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ বরাবরে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী বাদল আহমেদ পেশায় একজন গণমাধ্যমকর্মী। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি ও  হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক জননী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
গত ৪ মে করগাঁও গ্রামে আব্দুছ ছালাম ও ফারুক মিয়া'র মধ্যে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিরোধের খবর পেয়ে সাংবাদিক বাদল আহমেদ তার সহকর্মী শফিকুল ইসলাম নাহিদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে  আব্দুছ ছালাম গংরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নিয়ে লাঞ্ছিত করে। এ সময়  সাংবাদিকরা তীব্র অপমান ও হয়রানির শিকার হন।
এরই মধ্যে গত ৮ মে দৈনিক সময় পত্রিকায় সাংবাদিক বাদল আহমেদ, শফিকুল ইসলাম নাহিদ ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহিদ আলী আশার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদের শিরোনামে “চোর” ও “কথিত” সাংবাদিক বলে উল্লেখ করা হয়, যা উদ্দেশ্য প্রণোদিত ও সাংবাদিক সমাজে গভীর ক্ষোভ এবং হতাশার জন্ম দিয়েছে।
দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম মিয়া তালুকদার স্থানীয় যুবলীগ নেতা হলেও তার বিরুদ্ধে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের ছাত্র হামলার ঘটনায় জড়িতরা ধরা পড়লেও সে এখনো এলাকায় বিরদর্পে চলাফেরা করছেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলার সাহস পান না।
এ ব্যাপারে, সাংবাদিক বাদল আহমেদ জানান, সেলিম মিয়া তালুকদারের সম্পাদিত পত্রিকাটি পূর্ব শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে। তার বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি মানহানি মামলা (সি,আর ৭৮৬/২৪) বিচারাধীন রয়েছে। বাদল মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আরো বলেন, সাংবাদিকদের হয়রানি ও অপমান থামাতে হলে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় নবীগঞ্জের সাংবাদিক মহল একতাবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং যথাযথ তদন্তে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন