জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে দূর্ঘটনা রোধ করতে অভিযান চালিয়েছে তামাবিল হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের উপস্থিতিতে অংশ নেন তামাবিল হাইওয়ে থানার পুলিশের ফোর্স।
হাইওয়েতে বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, ফিটনেস ও পেপারস বিহীন সিএনজি চালিত অটোরিকশা ও হাইওয়েতে অনুমোদন বিহীন ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ সময় ফিটনেস ও কাগজ না থাকায় ৭টি লেগুনা, ২টি মালবাহী ট্রাক, ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১৮ টি মিশুক/ টমটম জব্দ করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দানকারী হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহার সময় যানবাহন চলাচল নিরাপদ করণ ও কোরবানির পশুবাহী গাড়ী নিরাপদে চলাচল সহ মহাসড়কের আশপাশে পশুর হাট বসানোর ফলে যানজট সৃষ্টি রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ ছাড়া ঈদ পরবর্তী সময়ে জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে দর্শনার্থীদের বহনকারী গাড়ীর চাপ সৃষ্টির ফলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে হাইওয়ে পুলিশের বিশেষ টিম কাজ করবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন