কেন পরপর দুই ম্যাচ একাদশের বাইরে রোনালদো?

gbn

সৌদি প্রো লিগে পরপর দুই ম্যাচে একাদশের বাইরে রাখা হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আগের ম্যাচে অবশ্য পর্তুগিজ যুুবরাজকে ছাড়াই আল আখদাওদের বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছিল আল নাসর, যা কিনা তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়।

তবে দ্বিতীয় ম্যাচে ফের রোনালদোকে বাইরে রেখে মুদ্রার অপর পিঠ দেখে ফেললো আল নাসর। শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে মাঝারি সারির দল আল তাওউনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে আটকে গেছে তারা।

এই ড্রয়ে বড় ক্ষতি হয়েছে আল নাসরের। তারা এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে থাকা আল কাদসিয়ার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে দলটি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার জন্য লিগের শীর্ষ তিনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ, ফলে রোনালদোর অনুপস্থিতিতে এই ড্র কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে আল নাসর শিবিরকে।

কিন্তু রোনালদো কেন পরপর দুই ম্যাচ একাদশের বাইরে থাকলেন? তিনি যে ফর্মে নেই, এমনও তো নয়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ৩৩ গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

গণমাধ্যমের খবর, মূলত ক্লান্তির জন্যই রোনালদোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজম্যান্ট। তাকে আল নাসরের হয়ে মাঠে নামলে ফুলটাইমই খেলতে হয়। সবশেষ তিনি ফুলটাইমের আগে বদলি হয়েছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের কোয়ার্টার ফাইনালে ইয়কোহামার বিপক্ষে জয়ের ম্যাচে।

তাছাড়া আরেকটি কারণ হলো, সৌদি প্রো লিগে এখন আর শিরোপা দৌড়ে নেই আল নাসর। দুই ম্যাচ হাতে রেখে এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে করিম বেনজেমাদের দল আল ইত্তিহাদের। তাই রোনালদোকে বাইরে রেখে তরুণদের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন হেড কোচ স্টেফানো পিওলি।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন