ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প

gbn

পাকিস্তান ও ভারতের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল। কিন্তু ওয়াশিংটনের কূটনৈতিক হস্তক্ষেপের কারণে সেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারতো। শুক্রবার (১৬ মে) ফক্স নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

 

ট্রাম্প বলেন, তারা দু’টিই বড় পরমাণু শক্তিধর দেশ। এটা ছিল পাল্টাপাল্টি হামলার খেলা, ক্রমেই বাড়ছিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এরপরের ধাপ ছিলো পারমাণবিক যুদ্ধ।

তিনি আরও বলেন, এটা এমন এক সাফল্য, যার স্বীকৃতি আমি কখনও পাবো না।

 

ট্রাম্প জানান, তিনি উভয় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি আনার চেষ্টা করেন। আমি বাণিজ্যকে কাজে লাগিয়ে সমাধান আনছি, শান্তি আনছি।

পাকিস্তান সম্পর্কে ট্রাম্প বলেন, তারা অসাধারণ জাতি। দারুণ পণ্য তৈরি করে। আমাদের মধ্যে বাণিজ্য খুব বেশি হয় না, তবে তারা মার্কিন বাজারে প্রবেশ করতে আগ্রহী।

ভারতের দাবি অনুযায়ী, কাশ্মীরের পাহেলগামে হামলার জন্য তারা পাকিস্তানকে দায়ী করে। এর প্রেক্ষিতে ৬-৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীর অঞ্চলে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।

 

জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

এরপর দুই দেশ একে অপরের বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায় এবং ভারতের পাঠানো ড্রোনও পাকিস্তান প্রতিহত করে। যখন পরিস্থিতি চরম উত্তেজনার দিকে যাচ্ছিল, তখন মার্কিন হস্তক্ষেপে দুই পক্ষ অস্ত্র নামিয়ে রাখে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন