মৌলভীবাজারে ১৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিবেদক,

মৌলভীবাজারে ১৫০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্যরা হলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি নেছার আহমদ, সদ্য বিদায়ী এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম  সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।
 

গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় এই মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার।
 

বুধবার (১৪) আগষ্ট রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় দায়েরকৃত এ মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন