মৌলভীবাজারে সেনাবাহিনীর পক্ষে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে কোমলপানীয় ও নাস্তা বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি \,,

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মৌলভীবাজার শহরের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোমলপানীয় ও নাস্তা বিতরণ করা হয়। মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক তত্ত¡াবধায়নে আজ শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের হাতে তা তুলেদেন সেনাবাহিনীর সদস‍্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে কোমলপানীয় ও নাস্তা উপহার পেয়ে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা খুশি হন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত মেজর মীর জেলার আইনশৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের মতো সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়াও তিনি সড়কের শৃঙ্খলা ধরে রাখতে কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়নোর অনুরোধ জানান। তিনি শিক্ষার্থীদের দেশ গড়ার জন‍্য তাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত নানা কাজের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন