শ্রীমঙ্গলে চা বাগানের শিক্ষার্থীকে ল্যাপটপসহ বিভিন্ন উপকরণ বিতরণ

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি০৪০৫) জাগছড়া চা বাগানের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, গাভী সহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১ টায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ উন্নয়ন প্রকল্প কার্যালয় মিলনায়তন প্রাঙ্গণে প্রকল্পের উপকারভোগী ১৩৩ জন শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়। রিবিকা মহাপাত্রের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাজেম আল কোরেশী রাফাত। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। জাগ ছড়া শিশু উন্নয়ন প্রকল্পের হিসাব রক্ষক চার্লি পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে, শিক্ষক মেমোরিয়াল খংলা, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং ও অভিভাবকবৃন্দ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন । উপকরন বিতরনী অনুষ্ঠানে মোট ১৩৩ জনের মধ্যে ১২৫ জন শিশুকে ১টি করে পড়ার টেবিল ও চেয়ার, ২ জনকে ১টি করে ল্যাপটপ, ৫ জন শিক্ষার্থীকে ১টি করে গাভী, ১ জন শিশুর জন্য ১টি সেলাই মেশিন। এ ছাড়াও ৩১৮ জনকে স্বাস্থ্য সামগ্রী, ১৫৮ জনকে শিক্ষা উপকরন ১১৫ জনকে স্যানিটারি কিট বিতরন করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন