মৌলভীবাজারের কুলাউড়ায় দুই দিনব্যাপী ‘সিসিমপুর শিক্ষা মেলা’ শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই দিনব্যাপী ‘সিসিমপুর শিক্ষা মেলা’ শুরু হয়েছে।
 

শুক্রবার (১৭ মে) সকালে বঙ্গবন্ধু উদ্যানে মেলায় সভাপতিত্ব করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

 

 

সিসিমপুর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো.খলিলুর রহমান, কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মহিব উল্যাহ প্রমুখ।
 

সরেজমিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকুকে পেয়ে আনন্দে আত্মহারা খুদে শিক্ষার্থীরা। মেলার বিভিন্ন কার্যক্রমে খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তিসহ নানা আয়োজন। পরে তাদের পুরস্কৃতও করা হয়।

সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জানান, এ মেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলায় বড় আয়োজন ছিলো সিসিমপুর কস্টিউম কারেক্টার লাইভ শো। শিশুদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় জাদু প্রদর্শনীও।
 

 

তিনি আরও জানান, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প।শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগিতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মেলায় ১৩টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন