২৪ তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৩ ইং পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

gbn

২৪ তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৩ ইং
মরহুম সিরাজুজ্জামান চৌধুরীবৃত্তি (৫ম শ্রেণি)
মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম শ্রেণি),মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃত্তি (১০ম শ্রেণি)
পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। সংগঠনের সভাপতি জনাব এবাদুল হক দুলু র সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী আবেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জনাব আমেনা তালুকদার, পিটিআই ইনস্ট্রাক্টর, জনাব শেখ বদরুজ্জামান চুনু, ইউপি চেয়ারম্যান, জনাব সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু, বৃত্তি দাতা, জনাব ফাহিম উদ্দিন চৌধুরী, বৃত্তি দাতা, জনাব জাবু চৌধুরী,সাবেক শিক্ষক নুরুল হক, দ্বিপক কুমার দত্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক, অভিভাবকবৃন্দ ও বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ।মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা গ্রহনের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৮৪জন মেধাবীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দিয়ে উৎসাহিত করা হয়।সংগঠনটি ২৪ বছর থেকে ধারাবাহিকভাবে পরীক্ষা নিয়ে শিশুদের উৎসাহিত করে আসছে।বৃত্তি অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডন প্রবাসী দাতা  বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সৈয়দ আক্তার হোসেন বাবু, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, আকিকুজ্জামান চৌধুরী টিটু।
অনুষ্ঠান শেষে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে জনাব ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লবের অর্থায়নে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের ছয় শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন