রাজনগর কামারচাক ইউনিয়নে প্রবাসীদের উদ্যাগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবরের মধ্যে ঢেউ টিন বিতরণ

সৈয়দ ছায়েদ আহমদ,শ্রীমঙ্গল থেকে:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজানএলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবরের মধ্যে ঢেউ টিন বিতরণকরা হয়েছে। বৃহস্পতিবার সকালে মশাজান জামে মসজিদ প্রাঙ্গনেঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম।লন্ডন প্রবাসী মো: জাকির হোসেন ও সিলেট এ´প্রেস ক্রিকেটার্স
ইউ, কে এর আর্থিক সহযোগীতায় এ ঢেউ টিন বিতরণ করা হয়।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি
মো: আব্দুল হাই ফটিক, বসারত হোসেন, মোস্তফা খান, মো: আব্দুলমুকিত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ও
সাংবাদিক মিজানুর রহমান আলম প্রমুখ।অনুষ্ঠানে এক বান্ডিল করে ২২ পরিবারের মধ্যে এ ঢেউ টিন বিতরণ করা হয়।